ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

দক্ষ আইটি প্রফেশনালস তৈরি করলে ডিজিটাল কেলেঙ্কারির রোধ সম্ভবঃ আবদুল্লাহ ফরিদ

প্রকাশিত : ১২:২৮, ২৯ মে ২০১৬ | আপডেট: ১২:২৮, ২৯ মে ২০১৬

দক্ষ আইটি প্রফেশনালস তৈরি করতে পারলে দেশের ডিজিটাল আর্থিক কেলেঙ্কারির ঘটনা রোধ করা সম্ভব বলে মনে করেন, সোসাইটি অফ চিটাগাং আইটি প্রফেশনালস এর  সভাপতি আবদুল্লাহ ফরিদ । শনিবার রাতে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে সংগঠনটির আয়োজনে আইটি বিষয়ক কর্মশালায় এমন মন্তব্য করেন তিনি। কর্মশালায় বাংলাদেশের ১১০টি প্রতিষ্ঠানের আইটি বিভাগের কর্মকর্তা, প্রধান নির্বাহী, ব্যবস্থাপক ও শতাধিক সদস্য অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে চট্টগ্রামের নিউ হরাইজন, স্পীকার কাউন্সিল ও ঢাকার ‘একাডেমী’ এই তিনটি প্রতিষ্ঠানের সাথে সহযোগিতা স্মারক সই করা হয়।  আয়োজকরা জানান, আইটি পেশার সমস্যা, সম্ভাবনা ও দক্ষ আইটি জনবল তৈরি করাই তাদের সংগঠনের লক্ষ্য।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি