ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপি লড়াই চালিয়ে যাচ্ছেঃ মির্জা ফখরুল

প্রকাশিত : ১৬:০৮, ৭ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৬:০৮, ৭ ফেব্রুয়ারি ২০১৬

গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপি লড়াই চালিয়ে যাবে বলে জানালেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিলেটে জেলা ও মহানগর বিএনপির কাউন্সিলে তিনি একথা বলেন। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় সংবাদ সম্মেলনে যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, বর্তমান সরকার বেআইনীভাবে রাষ্ট্রক্ষমতা ধরে রেখেছে। সিলেটে মহানগর ও জেলা বিএনপি আয়োজিত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।  তিনি অভিযোগ করেন, সরকার বিচার বিভাগের মধ্যে গনতন্ত্রকে বন্দি করে রেখেছে, সেই সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ওপর চলছে অত্যাচার নির্যাতন। তবে কেউ চাইলেই বিএনপিকে ধ্বংস করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবীর রিজভী দাবি করেন, বর্তমান সরকার বিরোধী দলকে দমিয়ে রাখতেই অত্যাচার নির্যাতন চালাচ্ছে। ১৯ শে মার্চ বিএনপির জাতীয় কাউন্সিল নিয়েও কথা বলেন তিনি। এছাড়া বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদোহ মামলার প্রতিবাদে তাতী দলের এক সভায় বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান বলেন, কাউন্সিলের মাধ্যেমে নতুন নেতৃত্ব আগামী দিনের আন্দোলন বেগবান করবে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি