ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

পাঁচটার পরই যে যার ঘরে ফিরে যাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫২, ১৩ এপ্রিল ২০১৮

পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, এবারের শোভাযাত্রায় বিদেশি মেহমানরা উপস্থিত থাকবেন। তাই মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে নিরাপত্তার স্বার্থে বিকাল পাঁচটার পর সবাইকে অনুষ্ঠানস্থল ত্যাগ করে বাসায় ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

আজ শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে রমনা বটমূলে পহেলা বৈশাখের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় পহেলা বৈশাখ উদযাপপনকারীদের লক্ষ্য করে মন্ত্রী বলেন, ‘বিকাল ৫টার পর বাইরে কোনো অনুষ্ঠান চলবে না। আপনারা সন্ধ্যার পর অবশ্যই যে যার বাড়িতে ফিরে যাবেন।’

পহেলা বৈশাখের পরদিন মুসলমানদের ধর্মীয় উৎসব শব-ই মেরাজের কথা মাথায় রেখে সন্ধ্যা ৫টার মধ্যে অনুষ্ঠান শেষ করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জনগণের উদ্দেশে তিনি বলেন, ‘বিকাল পাঁচটার পর বাইরে কোনও অনুষ্ঠান চলবে না। আপনারা সন্ধ্যার পর সবাই যে যার বাড়িতে ফিরে যাবেন। বাড়িতে গিয়ে আপনারা পহেলা বৈশাখের অনুষ্ঠান, অথবা শব-ই-মেরাজ পালন করবেন, সেটা আপনাদের ব্যাপার। তবে বিকাল পাঁচটার পর উন্মুক্ত স্থানে কোনও অনুষ্ঠান চলবে না।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পহেলা বৈশাখের নিরাপত্তা নিশ্চিত করতে ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াটসহ পুলিশের সব সংস্থা নিয়োজিত থাকবে। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। বর্ষবরণের উৎসবে যেকোনও অঘটন এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে।’

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী বর্ষবরণ অনুষ্ঠানস্থল রমনা বটমূল এলাকা পরিদর্শন করেন। ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট এবং সোয়াত টিমের বিশেষ মহড়া পর্যবেক্ষণ করেন তিনি। এ সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি