ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

৫৪ ধারা সংশোধন বিষয়ক পূর্ণাঙ্গ রায়ের আগে কোনো পদক্ষেপ নেয়া হবে নাঃ আইনমন্ত্রী

প্রকাশিত : ১৫:৫৭, ২৯ মে ২০১৬ | আপডেট: ১৫:৫৭, ২৯ মে ২০১৬

ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারা সংশোধন বিষয়ক পূর্ণাঙ্গ রায়ের আগে কোনো পদক্ষেপ নেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বিচার প্রশাসন ইনস্টিটিউটে সাব-রেজিস্ট্রারদের বিশেষ প্রশিক্ষনের সনদ প্রদানর অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, বিনা পরোয়ানায় গ্রেফতারের কার্যবিধি ও রিমান্ড সংক্রান্ত ১৬৭ ধারা সংশোধনে রাষ্ট্রপক্ষের আবেদন আপিল বিভাগ খারিজ করে দিলেও সরকারের সিদ্ধান্ত জানানো হবে হাইকোর্ট রায় মডিফিকেশন করার পরই। এসময় তিনি, ভুল বিচারে সাতক্ষীরার এক ব্যাক্তির ১৩ বছরের জেল খাটার ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি