ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

শ্রমিকদের চিকিৎসায় নারায়নগঞ্জ ও টঙ্গীতে হাসপাতাল তৈরি করছে সরকার

প্রকাশিত : ১৭:৪৭, ২৯ মে ২০১৬ | আপডেট: ১৭:৪৭, ২৯ মে ২০১৬

পেশাগত দ্বায়িত্ব পালন করতে গিয়ে, শ্রমিকদের সব ধরনের পেশাগত রোগের চিকিৎসায়, নারায়নগঞ্জ ও টঙ্গীতে ২ শ করে ৪ শ শয্যার হাসাপাতাল তৈরী করতে যাচ্ছে সরকার। সচিবালয়ে শ্রমিক কল্যান ফান্ডের লভ্যাংশের চেক গ্রহন অনুষ্ঠানে এ তথ্য জানান শ্রম ও কর্ম সংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। সরকারী-বেসরকারী অংশীদারিত্ব বা পিপিপি’র ভিত্ত্বিতে, এ প্রকল্প দুটির দরপত্র আহবানের প্রক্রিয়াও চূড়ান্ত পর্যায়ে বলেও জানান প্রতিমন্ত্রী। সেসময় তিনি জানান, শ্রমিক কল্যান ফান্ডের সর্বমোট তহবিলের পরিমান দাড়িয়েছে ১ শ ৪৭ কোটি টাকা। এই টাকা, অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের চিকিৎসা, সন্তানদের শিক্ষাসহ বিভিন্ন খাতে ব্যায় করা হচ্ছে। তবে, শ্রম আইনে থাকা, কোন কোম্পানীর লভ্যাংশের ৫ ভাগের ১ শত ভাগের ১০ ভাগ শ্রমিক কল্যান ফান্ডে জমা দেওয়ার যথেষ্ঠ প্রচার না থাকায়, তহবিলের আশানুরুপ সংগ্রহ বাড়ছে না বলেও জানানো হয়।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি