ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪

জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত : ১০:১০, ৩০ মে ২০১৬ | আপডেট: ১০:১০, ৩০ মে ২০১৬

সাবেক রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী আজ। সেনাবাহিনী থেকে নানা সমীকরণে ক্ষমতায় আসার পরই তিনি গঠন করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। ১৯৮১ সালের ৩০মে চট্টগ্রাম সার্কিট হাউজে সেনাবাহিনীতে তার প্রতিপক্ষের  হাতে নিহত হন জিয়া। ১৯৩৬ সালের ১৯শে জানুয়ারি বগুড়া জেলার বাগবাড়ি গ্রামে জন্মনেন জিয়াউর রহমান। ১৯৫৩ সালে পাকিস্তান সামরিক বাহিনীতে যোগ দিয়ে ১৯৫৯ থেকে ৬৪ সাল পর্যন্ত সেনা গোয়েন্দা বিভাগে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৭১ সালের ২৫শে মার্চ পাকিস্তানি বাহিনী নিরস্ত্র বাঙ্গালীর উপর ঝাঁপিয়ে পড়ে। তারা নৃশংস হত্যাযজ্ঞ শুরু করলে চট্টগ্রাম থেকেই মুক্তিযুদ্ধে যোগ দেন মেজর জিয়া। ২৭শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন তিনি। মুক্তিযুদ্ধে জেড ফোর্সের নেতৃত্ব দেন জিয়াউর রহমান। স্বাধীনতার পর মুক্তিযুদ্ধে অবদানের জন্য দ্বিতীয় সর্বোচ্চ খেতাব বীর উত্তমে ভূষিত করা হয় তাকে। বঙ্গবন্ধু হত্যার পর উপপ্রধান সামরিক প্রশাসকের পদ পান জিয়া। ১৯৭৫ এর আগস্ট ও ণভেম্বরের ঘটনার প্রশ্নবিদ্ধ তার সেনাজীবন। ১৯৭৭ সালের ২১শে এপ্রিল দেশের সপ্তম রাষ্ট্রপতি হন তিনি। ক্ষমতায় গিয়ে গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। নিজের রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে ঘোষণা করেন ১৯ দফা। তার সেই কর্মপরিকল্পনার কথা জানান বিএনপির প্রতিষ্ঠাকালীন মহাসচিব। আর বিএনপিকে নিয়ে এখনো ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করলেন স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ। জিয়াউর রহমানের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আবারো রাজনৈতিক মঞ্চে শক্তিশালী অবস্থান নিতে চান জাতীয়তাবাদী দলের নেতারা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি