১লা মার্চকে জাতীয় ভোটার দিবস ঘোষণা
প্রকাশিত : ২৩:৫৯, ১৫ এপ্রিল ২০১৮
১লা মার্চকে ‘জাতীয় ভোটার দিবস’ ঘোষণা করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, এখন থেকে প্রতি বছর ১লা মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হবে।
মন্ত্রীপরিষদের এক পরিপত্রে আজ রোববার এ সিদ্ধান্তের কথা জানানো হয়। পরিপত্রে বলা হয়েছে, এখন থেকে প্রতিবছর ১লা মার্চ জাতীয় ভোটার দিবস হিসেবে উদ্যাপনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনসংক্রান্ত পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্তকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ করা হয়েছে।
এমজে/
আরও পড়ুন