ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪

তনুর ডিএনএ প্রতিবেদন মেডিকেল বোর্ডকে দেয়ার জন্য সিআইডিকে নির্দেশ

প্রকাশিত : ১৩:০৭, ৩০ মে ২০১৬ | আপডেট: ১৩:০৭, ৩০ মে ২০১৬

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনুর ডিএনএ প্রতিবেদন দ্বিতীয় ময়নাতদন্তকারী মেডিকেল বোর্ডকে দেয়ার জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছে আদালত। রোববার কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাহিন বিল্লাহ এ আদেশ দেন। এরপরই তা জেলা সিআইডি কার্যালয়ে পাঠানো হয়। এরআগে ডিএনএ প্রতিবেদনের জন্য সিআইডির কাছে তিনবার চিঠি দেয় দ্বিতীয় ময়নাতদন্তকারী মেডিকেল বোর্ড। গেল ২০শে মার্চ কুমিল্লার ময়নামতি সেনানিবাসের কাছে জঙ্গল থেকে তনুর মৃতদেহ উদ্ধারের পর দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠে। অভিযোগ উঠে ধর্ষণের পর হত্যা করা হয়েছে তনুকে। যদিও প্রথম ময়নাতদন্তে হত্যার কারণ জানা যায়নি। ৩০শে মার্চ দ্বিতীয় ময়নাতদন্তের জন্য আবারও তোলা হয় তনুর মরদেহ। সর্বশেষ সিআইডির ডিএনএ প্রতিবেদনে ধর্ষণের আলামত পাওয়ার কথা জানা যায়।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি