ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

ঐতিহাসিক মুজিবনগর দিবস কাল (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩১, ১৬ এপ্রিল ২০১৮ | আপডেট: ১১:৪৬, ১৬ এপ্রিল ২০১৮

আগামীকাল ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালের এইদিনে, মেহেরপুর জেলার তৎকালীন বৈদ্যনাথতলায় বর্তমান মুজিবনগর আম্রকাননে শপথ গ্রহণ করে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। দিবসটি উদযাপনে নানা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের প্রথম সরকার বা মুজিবনগর সরকার মেহেরপুর জেলার তৎকালীন বৈদ্যনাথতলা বর্তমান মুজিবনগর আম্রকাননে ১৭ই এপ্রিল শপথ গ্রহণ করে। বঙ্গবন্ধুর মৃত্যুঞ্জয়ী মন্ত্রে দীক্ষিত বাঙালী ৯ মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করে। তাই এটি বাঙ্গালীর জীবনে তাৎপর্যপূর্ণ একটি দিন।

দিবসটি পালন উপলক্ষে মন্ত্রী, রাজনীতিবিদরা মুজিবনগরে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন।

সুষ্ঠু ও সুন্দর পরিবেশে দিবসটি উদযাপনের জন্য ঐতিহাসিক আম্রকানন ও মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সসহ এর চারপাশ পরিষ্কার-পরিচ্ছন করেছে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ। কঠোর নিরাপত্তা ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে।

৭১’ এর যুদ্ধে মুক্তিবাহিনী সংগঠন ও সমন্বয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও সহযোগীতা আদায়ে মুখ্য ভূমিকা রাখে মুজিবনগর সরকার। তাই সফল সমাবেশের মধ্যদিয়ে দিনটি স্মরনের প্রত্যাশা আয়োজকদের।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি