ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

২৪ এপ্রিল শাহবাগে মুক্তিযোদ্ধা মহাসমাবেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৬, ১৬ এপ্রিল ২০১৮ | আপডেট: ২০:১৮, ১৬ এপ্রিল ২০১৮

মুক্তিযোদ্ধারা ২৪ এপ্রিল শাহবাগে মহাসমাবেশের ডাক দিয়েছেন। কোটা সংস্কার আন্দোলনের নামে দেশের স্বাধীনতা, স্বার্বভৌমত্ব ও স্থিতিশীলতার বিরুদ্ধে সকল ষড়যন্ত্র প্রতিহত করার লক্ষ্যে এ মহাসমাবেশের আহবান করা হয়েছে। সোমবার জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা মহাসমাবেশ বাস্তবায়ন পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে মহাসমাবেশের ঘোষণা কারা হয়। সমাবেশের ঘোষণা  দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আবদুল আহাদ চৌধুরী।   

তথাকথিত কোটা সংস্কারের নামে স্বাধীনতা বিরোধীদের এজেন্টরা ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, তারা আন্দোলনের নামে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অপমান করেছে। দেশপ্রেমিক মুক্তিযোদ্ধারা এই পরিস্থিতিতে চুপচাপ বসে থাকতে পারে না। স্বাধীনতাবিরোধীদের এই হীন চক্রান্তকে প্রতিহত করা এখন ঐতিহাসিকভাবে প্রয়োজন এবং তা সময়ের দাবিতে পরিণত হয়েছে।

তিনি বলেন, এখন আর কোনো দ্বিধা-দ্বন্দ্ব নয়, কোনো বিভাজন নয়, কোনো নেতৃত্বের প্রতিযোগিতা নয়। সব মুক্তিযোদ্ধা, তাদের সন্তান এবং দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই চক্রান্তকে প্রতিহত করতে হবে।

অধ্যক্ষ আবদুল আহাদ চৌধুরী  বলেন, আমরা আগামী ২৪ এপ্রিল দুপুর দু’টায় শাহবাগ চত্বরে মহাসমাবেশের ডাক দিয়েছি। এ সমাবেশে জাতীয় অস্তিত্ব রক্ষা ও প্রিয় স্বাধীনতার বিরুদ্ধে সব ধরণের ষড়যন্ত্র প্রতিহত করার লক্ষ্যে  কর্মসূচির ঘোষণা দেব যাতে কোনো অপশক্তি মাথাচারা দিয়ে উঠতে না পারে।  

এমএইচ/এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি