ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা নিয়ে ইন্টারপোলের সঙ্গে বৈঠক

প্রকাশিত : ১৬:৩৪, ৩০ মে ২০১৬ | আপডেট: ১৬:৩৪, ৩০ মে ২০১৬

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, অর্থ উদ্ধার ও জড়িতদের গ্রেফতার নিয়ে ম্যানিলায় ইন্টারপোলের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন বাংলাদেশ ব্যাংক ও সিআইডির কর্মকর্তারা। আজকেই এ বৈঠক  হতে পারে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। এতে অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রসহ ১১টি দেশের প্রতিনিধিরাও। হ্যাকারদের ধরতে রেড ওয়ারেন্ট জারিসহ সমন্বিত উদ্যোগ নিয়েও সিদ্ধান্ত হতে পারে এই বৈঠকে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরির ঘটনা তদন্তে আবারও ফিলিপাইনের ম্যানিলায় একত্রিত হয়েছেন ইন্টারপোল, বাংলাদেশ ব্যাংক ও সিআইডির কর্মকর্তারা। তিনদিনব্যাপী এ বৈঠকে অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্রসহ ১১টি দেশের প্রতিনিধিরাও। চুরি হওয়া অর্থ উদ্ধার, জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের বিষয়ে করণীয় ঠিক করতেই এই বৈঠক। এরইমধ্যে তদন্তে বের হয়ে আসা বিভিন্ন  দেশের নাগরিকদের সম্পদ বাজেয়াপ্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার বিষয়টিও আলোচনায় আসবে। একইসঙ্গে তাদের বিরুদ্ধে রেড ওয়ারেন্ট জারি করতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তা চাওয়া হতে পারে। বাংলাদেশের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চুরির ঘটনাও আলোচনায় আসবে।  আলামত  পরীক্ষা-নিরীক্ষা করে হ্যাকিংয়ে জড়িতদের কিভাবে আইনের আওতায় আনা যায় তা নিয়েও আলোচনা করবে তদন্তসংস্থাগুলো। এদিকে ফিলিপাইনের আরসিবিসি ব্যাংক ও শ্রীলংকার শালিকা ফাউন্ডেশনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে এরইমধ্যে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে চিঠি দেয়া হয়েছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি