ঢাবি তিন ছাত্রের চোখ বাঁধা হয়নি, দাবি ডিবির
প্রকাশিত : ২০:০৩, ১৭ এপ্রিল ২০১৮
কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া তিন নেতাকে তুলে নেওয়ার সময় চোখ বাঁধা হয়নি বলে দাবি করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মিন্টো রোডে ডিএমপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার আবদুল বাতেন এ কথা জানান।
কোটা সংস্কারের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহিংসতার ঘটনায় করা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করার দুই ঘণ্টার মধ্যে আন্দোলনকারী তিন নেতাকে তুলে নেওয়ার অভিযোগ উঠে ডিবির বিরুদ্ধে। ওই সময় তাঁদের চোখ বেঁধে নিয়ে যাওয়া হয় বলে আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়। তবে আন্দোলনকারীদের এ অভিযোগ অস্বীকার করে ডিবি জানায় নিরাপত্তাজনিত কারণে ও জিজ্ঞাসাবাদ করতেই তাদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছিল।
আবদুল বাতেন বলেন, উপাচার্যের বাসায় হামলার ঘটনায় করা মামলার তদন্তকার্যক্রমের অংশ হিসেবে আমরা বিভিন্ন সময় একজাধিক শিক্ষার্থীকে ডিবি কার্যালয়ে ডেকে এনেছি। যেহেতু হামলাকারীদের আমরা সরাসরি চিনি না, তাদের চেনার সহযোগিতার জন্য একাধিকবার ছাত্রদের এখানে ডেকে আনা হয়েছে। তদন্তের যথেষ্ট অগ্রগতি হয়েছে দাবি করে তিনি বলেন, শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদের ফলে তদন্তকার্যক্রম অনেকদূর এগিয়েছে।
উল্লেখ্য, গতকাল সোমবার কোটা সংস্কার আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানানোর দুই ঘণ্টার মধ্যে আন্দোলনকারী তিন নেতাকে তুলে নিয়ে যায় পুলিশ। তাঁদের চোখ বেঁধে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। দ্রুত ওই খবর ছড়িয়ে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবারও ঝড়ো হয় শিক্ষার্থীরা। তারা ফের আন্দোলনে যাওয়ার হুমকি দেওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যেই ওই তিন নেতাকে ছেড়ে দেওয়া হয়।
তুলে নেওয়া ছাত্ররা হলেন-বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের তিন যুগ্ম আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র নুরুল হক, এমবিএর (ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগ) ছাত্র রাশেদ খান এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সের ছাত্র ফারুক হাসান।
এমজে/
আরও পড়ুন