ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

সরকারী কর্মকমিশনের নার্স নিয়োগ পরীক্ষা বর্জনের ঘোষণা

প্রকাশিত : ১৬:৪৯, ৩০ মে ২০১৬ | আপডেট: ১৬:৪৯, ৩০ মে ২০১৬

ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবী না মানলে শুক্রবারের সরকারী কর্মকমিশনের নার্স নিয়োগ পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস এসোসিয়েশন এবং বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটি । সোমবার সকালে শহীদ মিনারের সামনে এক প্রতিবাদ সমাবেশে তারা এই ঘোষণা দেয় । সমাবেশ শেষে একটি মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে রওনা হয় আন্দোলনরত নার্স । মিছিলটি প্রেসক্লাবের সামনে এসে পুলিশী বাধার মুখে পড়লে সেখানেই অবস্থান নেয় । এসময় সিনিয়র স্টাফ নার্স এর তের হাজার সাতশ আঠাশটি পদে নিয়োগ দাবী করেন আন্দোলনরত নার্স । একই সাথে উননব্বই শতাংশ ডিপ্লোমা এবং এগারো শতাংশ বেসিক বিএসসি ডিগ্রী ধারনকারী রেজিস্ট্রাড নার্সদের নিয়োগের দাবী তাদের ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি