দলের চেয়ে প্রার্থীর যোগ্যতাই গুরুত্ব পাচ্ছে (ভিডিও)
প্রকাশিত : ১৩:৩২, ১৮ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৭:৪৫, ১৮ এপ্রিল ২০১৮
দলীয় প্রতীকে নির্বাচন হলেও রাজনৈতিক দল নয়, যোগ্য প্রার্থীকেই গুরুত্ব দিচ্ছে খুলনা সিটি নির্বাচনের নতুন ভোটাররা। এবারের নির্বাচনে ৫২হাজার ৪শত ২৭জন প্রথমবারের মতো ভোট দেবে। এসব ভোটারের অধিকাংশই তরুণ। তাদের মতামত অনেকটাই গুরুত্ব পাবে নির্বাচনে।
খুলনা সিটি নির্বাচনে নতুন ভোটারের সংখ্যা এবার চোখে পড়ার মতো। ভোটার বেড়েছে ৫২ হাজারেও বেশি।
গতবছর ভোটার ছিলো ৪ লাখ ৪০ হাজার ৫৬৬
এবারের ভোটার সংখ্যা ৪ লাখ ৯৩ হাজার ৯৩
নতুন ভোটার ৫২হাজার ৪শত ২৭জন
পঞ্চমবারের মত নির্বাচনে ১জন মেয়র; ৩১ জন সাধারন কাউন্সিলরসহ সংরক্ষিত আসনে ১০ কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন ঘিরে উৎসাহের কমতি নেই নতুন ভোটারদের। তারা ব্যস্ত নানান হিসেব মেলাতে।
দলকে নয়, তারা প্রাধান্য দিচ্ছে প্রার্থীও ব্যক্তিগত যোগ্যতাকেই।
এদিকে ২৪ এপ্রিল প্রতীক বরাদ্দ হবে। এর আগ পর্যন্ত প্রচার-প্রচারণা নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন।
১৯৯০ সালের ৬ আগস্ট খুলনা সিটি কর্পোরেশন উন্নীত হয়। এরপর হয়েছে চারটি নির্বাচন ১৫ মে পঞ্চমবারের মতো সিটি নির্বাচনের ভোট গ্রহণ।
আরও পড়ুন