ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

নাটোরে দুই স্কুল ছাত্রকে অপহরনের পর ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

প্রকাশিত : ১১:৪৫, ৩১ মে ২০১৬ | আপডেট: ১১:৪৫, ৩১ মে ২০১৬

নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর থেকে একই পরিবারের দুই স্কুল ছাত্রকে অপহরনের পর ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরনকারীরা। অপহৃতদের পরিবার ও এলাকাবাসী জানায়, ২৫ মে বিকেলে আব্দুলপুর পশ্চিমপাড়া গ্রামের মকুল হোসেনের ছেলে ৮ ম শ্রেণীর ছাত্র রাব্বি ও তার ফুফাতো ভাই ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র রাহেল বাড়ির পাশে আম বাগানে যায়। রাতে তারা বাড়ি ফিরে আসেনা। একদিন পর রাব্বির বাবার মোবাইলে তাদের অপহরন করার কথা বলে মুক্তিপনের জন্য ১০ লাখ টাকা দাবী করা হয়। বিষয়টি থানায় লিখিতভাবে জানানো হলে অপহরনকারী দলের এক সদস্য নিজেকে পুলিশ অফিসার পরিচয় দিয়ে ঘটনাটি অন্য কাউকে জানাতে নিষেধ করে। এবিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি লালপুর থানার ওসি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি