ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪

৪ জুন রাঙামাটিতে শেষ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন

প্রকাশিত : ১১:৫৫, ৩১ মে ২০১৬ | আপডেট: ১১:৫৫, ৩১ মে ২০১৬

ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৬ষ্ঠ ও শেষ ধাপে আগামী ৪ জুন ভোট হবে রাঙামাটির ৪৭টি ইউনিয়নে। ভোটারদের মন জয় করতে পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। তবে, দক্ষ ও যোগ্য দেখে প্রতিনিধি নির্বাচনের কথা জানান সাধারণ ভোটাররা। আর শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে প্রস্তুতির কথা বলছে প্রশাসন। প্রার্থীদের প্রচারণায় মুখর পার্বত্য জেলা রাঙামাটির পাড়া-মহল্লা। পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা। পথসভা ও গণসংযোগের সঙ্গে সমান তালে চলছে মাইকিং। সীমানা বিরোধের কারণে জেলার ৪৯টির মধ্যে নির্বাচন হবে ৪৭টি ইউনিয়নে। চেয়ারম্যান পদে ১৮৯, সংরক্ষিত সদস্য পদে ১১৮ ও সাধারণ সদস্য পদে ৩৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটারদের মন জয় করতে তারা দিচ্ছেন নানা প্রতিশ্র“তি। তবে এলাকার উন্নয়নে কাজ করবে এমন যোগ্য প্রার্থী বেছে নেয়ার কথা জানান ভোটাররা। আর শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতির কথা জানায় প্রশাসন। জেলার ৪৭টি ইউনিয়নে ভোটার রয়েছে ৩ লাখ ২৩ হাজার ৮৭০ জন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি