ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪

হজ্জযাত্রী নিবন্ধনের সময় বাড়লো ৮ দিন

প্রকাশিত : ১১:৫৭, ৩১ মে ২০১৬ | আপডেট: ১২:১৩, ৩১ মে ২০১৬

হজ্জযাত্রী নিবন্ধনের সময় বাড়লো আরো ৮ দিন। আগামী ০৭ জুন পর্যন্ত অনলাইনে নিবন্ধন করতে পারবেন হজ্জযাত্রীরা। অনুমোদিত ২৪টি ব্যাংকের মাধ্যমে টাকা পরিশোধ করে ‘পিলগ্রিম আইডি’ পেলেই হজ্জে যাওয়া নিশ্চিত হচ্ছে। গতকাল ধর্ম মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। এখনও অনেকে হজ্জ প্যাকেজের পুরো টাকা জমা দিতে পারেননি, এজন্য সময় বাড়ানো হয়েছে বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়। তবে সময় দেয়া হলেও এর আগেই হজ্জযাত্রীর কোটা পূরণ হয়ে গেলে বর্ধিত পুরো মেয়াদ কার্যকর হবে না। সৌদি সরকারের ইলেকট্রনিক হজ্জ ব্যবস্থাপনার কারণে এবার আগে থেকেই হজ্জের টাকা জমা নেয়া হচ্ছে। সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭৫৮ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার জন হজ্জে যেতে পারবেন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি