ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

বিশ্ব ধূমপান বর্জন দিবস আজ

প্রকাশিত : ১২:০৮, ৩১ মে ২০১৬ | আপডেট: ১২:০৮, ৩১ মে ২০১৬

ধূমপান বিষপান-এ প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হচ্ছে বিশ্ব ধূমপান বর্জন দিবস। তামাক সেবনের কুফল বিশ্ববাসীকে জানাতে ১৯৮৮ সাল থেকে পালিত হয়ে আসছে এ দিনটি। ৩১ মে বাংলাদেশ তথা সারা বিশ্বে একযোগে পালিত হয় এ দিবস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ধূমপানের কারণে প্রতিবছর বিশ্বে ৬০ লাখ মানুষের মৃত্যু হয়। বাংলাদেশে বছরে অকাল মৃত্যু হয় ৫৭ হাজার মানুষের, আর পঙ্গুত্ব বরণ করে ৪ লাখ মানুষ। নুর ইসলাম। ৮০ বছরের এই প্রবীণ আক্রান্ত ফুসফুসের ক্যান্সারে,ভর্তি আছেন হাসপাতালে। জীবনের শেষ প্রান্তে এসে এখনও খুঁজে ফিরছেন সবুজ দিনের স্বপ্ন। প্রহর গুনছেন অন্তিমযাত্রার। মানিকগঞ্জের আক্কাসও ধূমপানের কারণে পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত। এখন চোখে-মুখে কেবলী হতাশা। এমনি হাজার-হাজার মানুষ প্রতিদিন আক্রান্ত হচ্ছেন কোন না কোন ভয়াবহ রোগে। সরকার তামাক নিয়ন্ত্রনে আইন করলেও এটিই একমাত্র আইনসম্মত ভোগ্যপণ্য, তাই কমেনী তামাক চাষ। বিশ্বে তামাক নিয়ে সচেতনতা তৈরী হলেও কোথাও বন্ধ হয়নি উৎপাদন। মৃত্যুর অনিবার্য কারনের মধ্যে তামাক শীর্ষে উল্লেখ করে এই ক্যান্সার বিশেষজ্ঞ জানান, প্রাথমিক প্রতিরোধই একমাত্র উপায়। পুষ্টির মান যেখানে কম সেখানেই ধূমপানের আগ্রাসন। পাশাপাশি কুসংস্কার ও ধর্মান্ধতার কারনেও নিন্মবৃত্তের মানুষের মধ্যে ধূমপান বেড়ে যাচ্ছে বলে জানান, বঙ্গবন্ধু মেডিকেলের এই প্রো-ভিসি। সচিত্র সতর্কবার্তার বহুল ব্যবহার মানুষকে ধূমপানে নিরুৎসাহিত করে তুলবে বলে মনে করেন বিশেষজ্ঞ মহল।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি