ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪

সার্বিক শিল্পায়নে সুস্থ পরিবেশ নিশ্চিত করতে না পারলে ‘মধ্যম আয়ের দেশ’ পাওয়া কঠিন

প্রকাশিত : ১২:০৩, ৩১ মে ২০১৬ | আপডেট: ১২:০৪, ৩১ মে ২০১৬

অবকাঠামোগত উন্নয়নসহ সার্বিক শিল্পায়নে সুস্থ পরিবেশ নিশ্চিত করতে না পারলে ‘মধ্যম আয়ের দেশ’ এই স্ট্যাটাস পাওয়া কঠিন হবে বলে মনে করেন ব্যবসায়ীরা। একইসাথে বিনিয়োগ স্থবিরতা ও বিদ্যুৎ ঘাটতিও উন্নয়নের পথে বড় ঝুঁকি হয়ে দাঁড়াবে বলেও আশঙ্কা তাদের। যদিও, অর্থনীতিবিদদের বাজেট প্রেসক্রিপশনে গুরুত্ব পাচ্ছে উন্নয়ন ব্যবস্থাপনায় স্বচ্ছতার প্রসঙ্গটি। যেকোনো ধরনের অবকাঠামোগত উন্নয়ন কিংবা শিল্পায়নের প্রথম শর্ত বিনিয়োগ, তারপর চাই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ। এরপরের ভাবনাটা ঘিরে থাকে ব্যবস্থাপনায় স্বচ্ছতা আর দক্ষতার প্রশ্ন- এই তিনের মিশেল ঘটলেই বাড়তেই থাকবে প্রবৃদ্ধির, অর্জিত হবে বাজেটের কাঙ্খিত লক্ষ্যমাত্রা; জানালেন খোদ ব্যবসায়ীরাই। সরকারের জ্বালানী ও বিদ্যুৎ খাতের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সন্তোষ প্রকাশ করে আসছে বাজেটে তারা বিদ্যুতের দাম কমাবার দাবীও জানান। এদিকে, অর্থনীতিবিদরা বলছেন, উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতার পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে পারলে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার নিচে নামার সুযোগ পাবে না। পদ্মা সেতু, মেট্রো রেল থেকে শুরু করে পারমানবিক বিদ্যুৎ প্রকল্প আর রাজধানী জুড়ে ফ্লাইওভার নির্মাণ কর্মযজ্ঞই জানান দিচ্ছে অবকাঠামোগত উন্নয়নে সরকারের ভূমিকার কথা। সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক স্বদিচ্ছাই পারে সব লক্ষ্যমাত্রা পূরণ করতে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি