ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে আটকে গেছে ৩৯৮ কোটি টাকার আলীগঞ্জ উন্নয়ন প্রকল্পের কাজ

প্রকাশিত : ১৩:৩৪, ৩১ মে ২০১৬ | আপডেট: ১৩:৩৪, ৩১ মে ২০১৬

নারায়ণগঞ্জে স্থানীয়দের তোপের মুখে আটকে গেছে একনেকে পাশ হওয়া প্রায় ৩৯৮ কোটি টাকার আলীগঞ্জ উন্নয়ন প্রকল্পের কাজ। এলাকাবাসীর দাবি, প্রকল্পের জন্য প্রয়োজনীয় সাড়ে ১১ একর সম্পত্তি বাস্তবে নেই। এলাকার একমাত্র খেলার মাঠটি দখল করতেই উন্নয়নের কথা বলে এ প্রকল্প নেয়া হয়েছে বলে অভিযোগ তাদের। নারায়ণগঞ্জের আলীগঞ্জে সরকারী কর্মকর্তা কর্মচারীদের জন্য ৮টি ১৫ তলা ভবন, এতে মোট ফ্ল্যাট থাকবে ৬৭২টি। প্রকল্পে আরো রয়েছে মসজিদ, স্কুল, পাম্পহাউজ, দুটি খেলার মাঠসহ সাড়ে চার একর জায়গাজুড়ে স্টেডিয়াম, নদীর পাড় ধরে ওয়াকওয়ে, ভ্রমনব্যবস্থা ও পার্ক। এককথায় এলাকাটি পরিচিতি পাবে মডেল শহর হিসেবে, যা সহায়ক হবে নগর বিকেন্দ্রীকরণে। তবে স্থানীয়দের দাবি. প্রকল্পটির জন্য নেই প্রয়োজনীয় জায়গা- যা আছে তাতেও চলছে মামলা মোকদ্দমা। আর মাঠের জায়গা রেখেই উন্নয়ন পক্ষে এলাকাবাসি। এ ব্যাপারে কোনো মন্তব্য করতে নারাজ নারায়ণগঞ্জ জেলা প্রসাশক। তবে নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগ বলছে, মাঠ রক্ষার নামে আশপাশের জায়গা দখলে রাখার অপকৌশলে তৎপর একটি মহল। প্রয়োজনে প্রথমে মাঠের কাজ করেই অন্যান্য স্থাপনা তৈরীর কাজ শুরু হবে বলে জানান স্থানীয় সংসদ সদস্য।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি