রানির রাজকীয় নৈশভোজে প্রধানমন্ত্রী
প্রকাশিত : ০০:০৪, ২১ এপ্রিল ২০১৮
কমনওয়েলথভুক্ত দেশের নেতাদের বৈঠক শেষে হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কমনওয়েলথভুক্ত ৫৩টি দেশের সরকার প্রধানরা এতে যোগ দেন। বৈঠকে দেশগুলোর জন্য উন্নতি, নিরাপত্তা, ন্যায্যতা এবং স্থায়িত্ব অর্জনে বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাচ্ছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। ছবি: রয়টার্স
শুক্রবার কমনওয়েলথভুক্ত দেশের নেতাদের সম্মানে লন্ডনের বাকিংহাম প্যালেসে রানি দ্বিতীয় এলিজাবেথের পক্ষ থেকে রাজকীয় নৈশভোজের আয়োজন করা হয়।
রানির সঙ্গে কুশল বিনিময় করছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ছবি: রয়টার্স
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ অনেকই যোগ দেন সেই আয়োজনে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে করমর্দন করছেন রানি। ছবি: রয়টার্স
এসব নেতাদের স্বাগত জানান রানি এলিজাবেথ, সিংহাসনের উত্তরসূরি প্রিন্স চার্লসসহ রাজপরিবারের অন্য সদস্যরা।
আর/টিকে
আরও পড়ুন