ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

বরগুনায় বাড়ছে লোডশেডিং

প্রকাশিত : ১১:২২, ১ জুন ২০১৬ | আপডেট: ১১:২২, ১ জুন ২০১৬

বরগুনায় বাড়ছে লোডশেডিংয়ের মাত্রা। ঘন্টার পর ঘন্টা থাকছেনা বিদ্যুৎ। এর ফলে ক্ষতি হচ্ছে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের। অবশ্য বিদ্যুৎ বিভাগ বলছে লোডশেডিং নয়, বিদ্যুৎ লাইনে সমস্যা হওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখতে হচ্ছে তাদের। যদিও বরাবরের মতো এবারও পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছে তারা। গ্রীষ্মের প্রচন্ড তাপদাহে দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকায় গরমে অতিষ্ঠ বরগুনাবাসী। ঘরে বাইরে কোথাও যেন স্বস্তি নেই। একবার বিদ্যুত চলে গেলে সেদিন তো না-ই চার পাঁচ দিনেও বিদ্যুৎ আসেনা। এভাবে দিনের পর দিন বিদ্যুৎ না থাকায় ক্ষতি ব্যবসায়ীদের। বন্ধ থাকছে শহরের পানি সরবরাহ, নষ্ট হচ্ছে রেফ্রিজারেটারে রাখা খাদ্য সামগ্রীও। ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা। এ নিয়ে এলাকাবাসী বিভিন্ন সময় বিক্ষোভ করলেও সমস্যার কোনো সমাধান আসেনি। তবে সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেয়ার কথা জানিয়েরেছ বিদ্যুৎ বিভাগের এই কর্মকর্তা। বরগুনায় একটি গ্রিড সাব-স্টেশন স্থাপন করা হলে বিদ্যুৎ সমস্যা থেকে মুক্তি মিলবে বলে মনে করছেন বরগুনাবাসী।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি