ঢাকা, রবিবার   ১৭ নভেম্বর ২০২৪

ব্যবসায়ীদের দাবি অনুযায়ী প্যাকেজ ভ্যাটই বহাল রাখছে সরকার

প্রকাশিত : ১৭:১২, ১ জুন ২০১৬ | আপডেট: ১৭:১২, ১ জুন ২০১৬

নতুন ভ্যাট আইন বাস্তবায়নের বদলে ব্যবসায়ীদের দাবি অনুযায়ী প্যাকেজ ভ্যাটই বহাল রাখছে সরকার। সঙ্গে চাল আমদানিতে শুল্ক বাড়িয়ে দেশের কৃষককে সুরক্ষা দেয়ার চেষ্টা থাকছে বাজেটে। দেশীয় শিল্পের বিকাশ ও আমদানি বাড়াতে সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। মূল্যস্ফীতি নিয়ে সরকারকে নানা সময়ই পড়তে হয় বিপাকে। তবে, পর্যাপ্ত মজুদের পাশাপাশি ধানের বাম্পার ফলনে এবার বিপাকের কারণ হয়েছে চালের মূল্য হ্রাস। এমন পরিস্থিতিতে বাজেটে চাল আমদানিতে বাড়তি ১৫ শতাংশ শুল্ক বসিয়ে কৃষককে সুরক্ষা দেয়ার চেষ্টা করছে সরকার। তবে, এমন উদ্যোগে কৃষকের আসলে কতটা লাভ হবে তা নিয়ে প্রশ্ন পাইকারি ব্যবসায়ীদের। এ’দিকে ব্যবসা-বাণিজ্যে বছরের সবচেয়ে আলোচিত ঘটনা নতুন ভ্যাট আইন। পহেলা জুলাই থেকে বাস্তবায়নের কথা থাকলেও পিছিয়ে গেছে সরকার। আসছে বাজেটে বহাল থাকছে প্যাকেজ ভ্যাটও। তবে বাড়বে হার। কিন্তু, ব্যবসায়ীদের দাবি, ৭ দফা সংশোধনী সহ নতুন ভ্যাট আইন। এদিকে, নতুন বাজেটে তৈরি পোশাক রপ্তানিতে উৎসে কর দশমিক ছয় শতাংশ থেকে বাড়িয়ে এক শতাংশ করা হতে পারে। তবে, এ’ খাতের করপোরেট ট্যাক্স ৩৫ শতাংশ থেকে নামতে পারে ১৫ শতাংশে। ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমায় কোন পরিবর্তন না আসলেও পুনর্বিন্যাস হতে পারে কর্পোরেট কর এ। আমদানি শুল্ক স্তরে পরিবর্তনের কারণে বাড়তে পারে কর্ন ফ্লাওয়ার, ফাইবার অপটিক ক্যাবল, ভার্নিশ রিমুভার, ট্যালকম পাউডারের দাম। আর কমতে পারে সিম ও স্মার্ট কার্ডের স্ক্র্যাপের প্রলেপ, ওয়াই-ফাই ও ওয়াইম্যাক্স ল্যান্ড কার্ড, ফায়ারওয়াল, পেট্রোলিয়ম জেলি, এলপিজি সিলিন্ডার, টায়ার-টিউব শিল্পের কাঁচামাল এবং ইলেক্ট্রনিক্স শিল্পে ব্যবহৃত ইউরিয়া রেজিনের দাম। দেশীয় মুদ্রণ শিল্পকে সুরক্ষা দিতে বাড়ছে আমদানি নির্ভর শিশুদের বইয়ের শুল্কও। শিল্প বিকাশে এসব উদ্যোগ সহায়ক হবে বলেই মত ব্যবসায়ী নেতাদের। শুল্ক বাড়বে তামাকজাত পণ্যের।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি