ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

শেখ হাসিনা-তেরেসা বৈঠকে দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৬, ২১ এপ্রিল ২০১৮

কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। লন্ডনের স্থানীয় সময় শুক্রবার রাতে কনফারেন্স মিডিয়া সেন্টারে আয়োজিত শেষ সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

গ্রেনাডা, সামোয়া, গানা ও ব্রিটেন— এই চার দেশের প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে এশিয়ার কোনো নেতা নেই উল্লেখ করে ভারতের এক সাংবাদিক ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, এশিয়ার দেশগুলোর কোনো সরকার প্রধানের সঙ্গে তার দ্বিপাক্ষিক কোনো বৈঠক হয়েছে কি-না। জবাবে তেরেসা মে জানান, কমনওয়েলথ কনফারেন্স দ্বিপাক্ষিক বৈঠকের সুযোগ করে দেয়।

তিনি বলেন, `পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে ভারত ও পাকিস্তানের সরকার প্রধানদের সঙ্গে বৈঠক এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার আলোচনা হয়েছে। এসব আলোচনায় ব্রিটেন ও এশীয় দেশগুলোর পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে তারা কথা বলেছেন।

দুই বছর পর কমনওয়েলথ সরকার প্রধানদের আগামী শীর্ষ সম্মেলন রুয়ান্ডায় অনুষ্ঠিত হবে বলে সাংবাদিকদের জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেথা মে। এ সময় এই সিদ্ধান্তসহ সম্মেলনে গৃহীত সব সিদ্ধান্তের মুদ্রিত কপি সাংবাদিকদের সরবরাহ করা হয়।

সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষণ গাইড লাইন আপগ্রেড, ২০৩০ সালের মধ্যে আন্তঃকমনওয়েলথ বাণিজ্যের পরিমাণ দুই ট্রিলিয়ন ডলারে উন্নীত করা, আইন ও পলিসির মাধ্যমে নারী বৈষম্য মোকাবেলা এবং জাতীয় উন্নয়ন পরিকল্পনা ও পলিসিতে তরুণদের প্রাধান্য ইত্যাদি।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি