ঢাকা, রবিবার   ১৭ নভেম্বর ২০২৪

ভূ-রাজনৈতিক অবস্থানের সুবিধা নিয়ে প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে সেতুবন্ধন করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৪:৫৪, ১ জুন ২০১৬ | আপডেট: ১৪:৫৪, ১ জুন ২০১৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভূ-রাজনৈতিক অবস্থানের সুবিধা নিয়ে প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে সেতুবন্ধনের কাজ করবে বাংলাদেশ। সকালে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে জরিপ অধিদপ্তর ও জাইকার যৌথ আয়োজনে একটি সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ’কথা বলেন। জাতীয় তথ্যভান্ডারসহ ডিজিটাল তথ্যের অপব্যবহার রোধে আইন করারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশের ভৌগোলিক তথ্য-উপাত্ত সংগ্রহ ও সরবরাহে আধুনিক ব্যবস্থা না থাকায় এবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ডিজিটাল তথ্য ব্যবস্থা গঠন করা হচ্ছে। এরফলে তথ্য উপাত্তের সাহায্যে সঠিক পরিকল্পনা গ্রহণ করা সম্ভব হবে। এলক্ষ্যে হোটেল সোনারগাঁয়ে একটি আন্তর্জাতিক সেমিনারে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ভূ-রাজনৈতিকভাবে প্রাচ্য ও পাশ্চাত্যের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করছে বাংলাদেশ, এই সুবিধা কাজে লাগাতে হবে। এছাড়া, উপকূলে জেগে উঠা নতুন চর ও দ্বীপগুলো জরিপ করার তাগিদ দেন তিনি। বাসস্থানসহ জনগনের সার্বিক নিরাপত্তায় পরিকল্পিত পদক্ষেপ নেয়ার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী জানান, তথ্যভান্ডারের অপব্যবহার রোধেও আইন করতে হবে। দেশব্যাপী অবকাঠামো উন্নয়ন ও ভূমি ব্যবস্থাপনাসহ চরাঞ্চলের জন্য বিশেষায়িত ডিজিটাল তথ্য ব্যবস্থা- এনএসডিআই সার্ভারকে সবার ব্যবহার উপযোগি করারও নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে মিরপুরের দামালকোটে স্থাপিত বাংলাদেশ জরিপ অধিদপ্তরের ডিজিটাল ম্যাপিং সেন্টারের উদ্বোধন করেন তিনি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি