ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

অভ্যন্তরীণ কোন্দলকে আমলে নিচ্ছেন গাজীপুরের মেয়রপ্রার্থীরা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০০, ২৩ এপ্রিল ২০১৮

অভ্যন্তরীণ কোন্দলকে আমলে নিচ্ছেন না গাজীপুর সিটি নির্বাচনে প্রধান দুই দলের মেয়রপ্রার্থীরা।

স্থানীয় দুই দলের নেতারা দাবি করেছেন, দলের মধ্যে কোনো মতবিরোধ নেই, সবাই ঐক্যবধ্যভাবে তাদের প্রার্থীর পক্ষে কাজ করছেন।

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন ১০ জন প্রার্থী। এর মধ্যে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলমকে মনোনয়ন দেওয়া হয়। বিএনপি থেকে ৭ জন প্রার্থী মনোনয়ন চাইলেও এর মধ্যে বিএনপির নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকারকে মনোনয়ন দেওয়া হয়।

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর নৌকাকে বিজয়ী করতে মাঠ পর্যায় থেকে শুরু করে কাজ করছেন সবাই।

বিএনপির মধ্যে দ্বিধা বিভক্তি নেই, দলের সবাই মিলে মিশে কাজ করছেন।

প্রধান দুই দলের প্রার্থী চুড়ান্ত হওয়ার পর মতবিরোধের গুঞ্জন শোনা গেলেও স্থানীয় নেতারা তা অস্বাীকার করছেন।

দলীয় নিরঙ্কুশ সমর্থন ও সাধারণ ভোটারদের ওপরই নির্ভর করছে, ১৫মে ভোটযুদ্ধে কে বিজয়ী হবেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি