ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪

রিজার্ভ চুরির ঘটনায় জড়িত সন্দেহে ফিলরেমসহ আরো দুই সংস্থার লাইসেন্স বাতিল

প্রকাশিত : ১২:৩০, ২ জুন ২০১৬ | আপডেট: ১২:৩০, ২ জুন ২০১৬

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় জড়িত সন্দেহে অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান ফিলরেমসহ আরো দুই সংস্থার লাইসেন্স বাতিল করে দিয়েছে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক। ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকর মাধ্যমে রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার চুরির পর ফিলরেমের একাউন্ট ব্যবহার করে ডলারকে পেসোতে রুপান্তর করা হয়। এঘটনায় সিনেট কমিটির শুনানিতে হাজির হতে হয় ফিলরেম কর্তৃপক্ষকে। পরে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তদন্ত শুরু করে দেশটির অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল ও ডিপার্টমেন্ট অব জাস্টিস। তদন্তে বেরিয়ে আসে ভূয়া লাইসেন্স নিয়ে কার্যক্রম চালাচ্ছিলো ফিলরেম।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি