ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪

বেকার-পেশাজীবি ডিপ্লোমা চিকিৎসক ও শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচীর ১৮ দিন আজ

প্রকাশিত : ২০:৪১, ২ জুন ২০১৬ | আপডেট: ২০:৪১, ২ জুন ২০১৬

পাঁচ দফা দাবিতে আঠারো তম দিনেও অবস্থান কর্মসূচী পালন করেছে বেকার-পেশাজীবি ডিপ্লোমা চিকিৎসক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে তারা এই অবস্থান কর্মসূচী পালন করেন। উচ্চ শিক্ষা, বেতন-ভাতা দশম গ্রেডে উন্নতি, স্বতন্ত্র বোর্ড গঠন এবং ইন্টর্ণী শিক্ষার্থীদের নীতিমালার দাবিতে বেশ কিছু দিন ধরেই রাস্তায় অবস্থান করছেন ডিপ্লোমা চিকিৎসক ও শিক্ষার্থীরা । এই সমস্যা নিরসনে স্বাস্থ্য মন্ত্রীর হস্তক্ষেপ আশা করেন আন্দোলনকারীরা। এসময় প্রেসক্লাবের সামনের রাস্তা অবরোধ করে  গাড়ী চলাচল বন্ধ করে দেন তারা। তাদের দাবি মেনে না নিলে সামনের দিন গুলোতে আরো কঠোর আন্দলনের হুশিয়ারি দেন আন্দোলনকারীরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি