ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

কবি বেলাল চৌধুরীর মরদেহে কাদেরের শেষ শ্রদ্ধা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৪, ২৫ এপ্রিল ২০১৮

খ্যাতনামা কবি ও সাংবাদিক বেলাল চৌধুরীর মরদেহে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে কবির মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এ সময় ওবায়দুল কাদের বলেন, বেলাল চৌধুরী ছিলেন আমাদের বটবৃক্ষ। বাংলার মাটি-মানুষ ও আকাশ নিয়ে লিখতেন তিনি। কলকাতায়ও তার জনপ্রিয়তা ছিল। তার তার মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে।
এছাড়া কবি বেলাল চৌধুরীকে শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমাগম হয়েছে। পাশাপাশি সাংবাদিক সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ আত্মীয়-স্বজন ও কবির বন্ধুরাসহ কবিতাপ্রেমী মানুষজন উপস্থিত ছিলেন।
কবি বেলাল চৌধুরী গতকাল দুপুরে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
/এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি