ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

সিনহার ব্যাংক হিসাবে ৪ কোটি টাকা, দুই ব্যবসায়ীকে তলব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩১, ২৫ এপ্রিল ২০১৮

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে) ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেন হওয়ায় অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)ঘটনায় দুই ব্যবসায়ী নিরঞ্জন চন্দ্র সাহা মোহাম্মদ শাহজাহানকে তলব করেছে দুদক। সংশ্লিষ্ট সূত্রে তথ্য জানা গেছে।

দুদকের গণমাধ্যম শাখা জানিয়েছে, বুধবার দুদকের পরিচালক সৈয়দ ইকবাল স্বাক্ষরিত এক চিঠিতে এ দুই ব্যবসায়ীকে তলব করা হয়েছে। আগামী ৬ মে তাদের দুদকে হাজির হতে বলা হয়।

তাদের বিরুদ্ধে অভিযোগ হলো, তারা ফারমার্স ব্যাংকে ভুয়া কাগজপত্র দেখিয়ে চার কোটি টাকা ঋণ নেন। পরে ওই টাকা ‘রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির’ ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে দুদুকের একটি সূত্র জানায়, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা। তার ব্যাংক অ্যাকাউন্টে ওই চার কোটি টাকার পে-অর্ডার জমা দেওয়ার অভিযোগে এই দুই ব্যবসায়ীকে তলব করা হয়েছে।

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি