আগামী মাসে জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ (ভিডিও)
প্রকাশিত : ১০:৪৪, ২৬ এপ্রিল ২০১৮
সব আনুষ্ঠানিকতা শেষে আগামী মাসের মাঝামাঝি থেকেই জাতীয় গ্রিডে লিকুইড ন্যাচারাল গ্যাস- এলএনজি’র সরবরাহ শুরু হচ্ছে। কক্সবাজারের মহেশখালী থেকে প্রতিদিন ৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। এরই মধ্যে আমদানি করা গ্যাসের জাহাজও এসেছে। তবে সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে উন্নত ব্যবস্থাপনার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা।
দেশে ক্রমবর্ধমান প্রাকৃতিক গ্যাসের চাহিদা মেটাতে কাতার থেকে লিকুইড ন্যাচারাল গ্যাস- এলএনজি আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। এরই মধ্যে এলএনজি সঞ্চালনের জন্য মহেশখালি থেকে চট্টগ্রামের আনোয়ারা পর্যন্ত ৯১ কিলোমিটার লাইনের কাজ শেষ হয়েছে। এই গ্যাস সমুদ্রের ভাসমান টার্মিনাল থেকে পাইপলাইন দিয়ে জাতীয় গ্রিডে যুক্ত হবে।
ভাসমান ইউনিটের মাধ্যমে দেশে লিকুইড ন্যাচারাল গ্যাস-এলএনজি সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে কারিগরি ব্যবস্থাপনা উন্নত করার কথা বলছেন জ্বালানি বিশ্লেষকরা।
সবকিছু ঠিক থাকলে আগামী মাসের মাঝামাঝি জাতীয় গ্রিডে লিকুইড ন্যাচারাল গ্যাস- এলএনজি’র সরবরাহ শুরু হবে বলে একুশে টেলিভিশনকে জানিয়েছেন, জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
এলএনজি সরবরাহ শুরু হলে শিল্পে গ্যাসের সংকট কেটে যাবে বলেও জানান তিনি।
আরও পড়ুন