ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

আরও ১০ হাজার ডাক্তার নিয়োগ দেবো: নাসিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০১, ২৬ এপ্রিল ২০১৮

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ওষুধ শিল্পে বাংলাদেশ ব্যাপক সফলতা ও উন্নতি করেছে। উন্নত দেশগুলোর মতো আমাদের অত বেশি অর্থ নেই। তারপরও আমাদের যতটুকু সাধ্য আছে, তা দিয়ে আমরা নানা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। কিছুদিন আগেও আমরা সারাদেশে ১০ হাজার নার্স ও ৬ হাজার ডাক্তার নিয়োগ দিয়েছি। আমরা আরও ১০ হাজার ডাক্তার নিয়োগ দেবো।
আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ১৮ তম কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ টানা দুই মেয়াদে ক্ষমতায় থাকার কারণে বাংলাদেশ আজ উন্নয়নের জোয়ারে ভাসছে মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, এক সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার ইতিহাস খুব কম। ধারাবাহিক শাসন ব্যবস্থার প্রয়োজনীয়তা থাকা সত্ত্বেও ইতিহাস অনুসারে বাঙালি পরিবর্তনে বিশ্বাসী।
শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রীর আসনে বসাতে হবে জানিয়ে তিনি বলেন, একটি দেশের সফল উন্নয়নের ধারা বজায় রাখতে প্রয়োজন ধারাবাহিক শাসন ব্যবস্থা। আওয়ামী লীগ টানা দুই মেয়াদে ক্ষমতায় থাকার কারণে বাংলাদেশ আজ উন্নয়নের জোয়ারে ভাসছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোদাচ্ছের আলী, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল, স্বাস্থ্য সচিব ডা. ফয়েজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি