ঢাকা, রবিবার   ১০ নভেম্বর ২০২৪

রকেটের পরীক্ষা চালানোয় উত্তর কোরিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা

প্রকাশিত : ১২:৩৯, ৮ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৬:৩৭, ৮ ফেব্রুয়ারি ২০১৬

দূরপাল্লার রকেটের পরীক্ষা চালানোর কারণে উত্তর কোরিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। তবে, পিয়ংইয়ং বলছে, রকেটের মাধ্যমে কক্ষপথে কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হয়েছে। এদিকে, চলমান উত্তেজনার মধ্যেই উত্তর কোরিয়ার নৌযান লক্ষ্য করে গুলি চালিয়েছে দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার দূরপাল্লার রকেট উৎক্ষেপণ নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠকে বসে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া। দেশগুলোর প্রতিনিধিদের অভিযোগ, রকেটের মাধ্যমে কক্ষপথে কৃত্রিম উপগ্রহ স্থাপন নয়, ক্ষেপণাস্ত্র প্রযুক্তির পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এর প্রতিবাদে একে একে সবাই তীব্র নিন্দা জানিয়ে উত্তর কোরিয়ায় নতুন করে অবরোধ আরোপের পরামর্শ দিয়েছেন। জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার- নিরাপত্তা পরিষদ যেন কঠোর নিষেধাজ্ঞা জারি করে তা নিশ্চিত করবে ওয়াশিংটন। আর আমরা অত্যন্ত কঠোর ব্যবস্থা নেব। পারমাণবিক পরীক্ষা চালানোর জন্য উত্তর কোরিয়ায় এখন পর্যন্ত চার বার নিষেধাজ্ঞা আরোপ করেছে নিরাপত্ত পরিষদ। তবুও দেশটির কর্মকাণ্ড বন্ধ না হওয়ায় প্রশ্ন উঠেছে। জাতিসংঘে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত মোতোহিদে ইয়োশিকাওয়াও-  বর্তমানে আরোপিত নিষেধাজ্ঞাগুলো দেশটিকে পারমাণবিক অস্ত্র উৎপাদন থেকে বিরত করতে পারছে না। তাই আরো শক্তিশালী নিষেধাজ্ঞা আরোপের প্রয়োজন। সৃষ্ট উত্তেজনার মধ্যেই উত্তর কোরিয়ার একটি টহল নৌযান দক্ষিণ কোরিয়ার জলসীমায় ঢুকে পড়ে। এর পরপরই নৌযানটির আশপাশে গুলিবর্ষণ করে হুশিয়ারি দেয় দক্ষিণ কোরিয়ার সেনারা। গেলো মাসে হাইড্রোজেন বোমা সফল পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এতে দেশটিতে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এরপরই আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়ে দেশটি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি