ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

বিএনপি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে: সেতুমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩১, ২৭ এপ্রিল ২০১৮

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘তারেক রহমানের পাসপোর্ট নিয়ে দলটির নেতারা একেক সময় একেক কথা বলে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। বিএনপিকে সত্যের মুখোমুখি দাঁড়াতে হচ্ছে। সত্যকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো উপায় নেই।’

শুক্রবার সকালে শেরে বাংলা এ কে ফজলুল হকের ৫৬তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে ফুল শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, বিএনপির অপকৌশল, কূটকৌশল ধরা পড়ে গেছে। এখন যতোই তারা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করুক না  কোনো লাভ নাই।

তিনি আরও বলেন, ভারত সফরে নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা হয়েছে দেশের স্বার্থ নিয়ে, নির্বাচন নিয়ে নয়। এদেশের কোনো কোনো দল বিদেশিদের কাছে ধরনা দেয় আর আওয়ামী লীগ দেশের স্বার্থ নিয়ে কথা বলে।

 কেআই/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি