ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

ব্রাজিলকে রুখে দিল ইকুয়েডর

প্রকাশিত : ১০:২০, ৫ জুন ২০১৬ | আপডেট: ১২:৫৮, ৫ জুন ২০১৬

কোপা আমেরিকা ফুটবলে ব্রাজিলকে রুখে দিল ইকুয়েডর। বি গ্র“পের এ দু’দলের ম্যাচটি গোলশূণ্য ড্র হয়েছে। তবে অন্য ম্যাচে জয় পেয়েছে পেরু। পাওলো গুয়েররোর গোলে হাইতিকে ১-০ গোলে হারিয়েছে তারা। ব্রাজিল-ইকুয়েডরের জয় পারজয়ের পরিসংখ্যানে ১৩ বরের লড়াইয়ে ১২ জিতে ব্রাজিল। তাই ক্যালির্ফোনিয়ার রোজ বোলে ইকুয়েডরের বিপক্ষে ফেভারিট হিসেবেই মাঠে নামে তারা। কিন্ত শুরু থেকেই ব্রাজিলের সাথে পাল্লা দিয়ে খেলতে থাকে ইকুয়েডর। প্রথমার্ধ গোলশূণ্য থাকার পর, দ্বিতীয়ার্ধে আক্রমণের মাত্রা বাড়ায় ব্রাজিল। তবে তাদের সব চেষ্টাই ইকুয়েডরের রক্ষণভাগে এসে প্রতিহত হয়। ফলে কাংখিত গোলের দেখা পায়নি ডুঙ্গার শিষ্যরা। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয় ব্রাজিলকে। এরআগে নিজেওেদর প্রথম ম্যাজে হাইতিকে ১-০ গোলে হারিয়েছে পেরু।  খেলার ৪৫ মিনিটে পেরুর এডিসনের শট কবারে লেগে ফিরে এলে প্রথমার্ধে এগিয়ে যাওয়ার সুযোগ হারায় পেরু। এরপর ৬১ মিনিটে পেরুর পাওলো গুয়েররো উড়ন্ত হেডে দর্শনীয় গোল করে দলকে এগিয়ে দেন ১-০ তে। বাকি সময়ে শত চেস্টা করেও খেলায় ফিরতে পারেনি হাইতি। ফলে ১ গোলের  জয় নিয়েই কোপা আমেরিকা শিশন শুরু করে পেরু।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি