ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

লন্ডনে দূতাবাসে হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪২, ২৮ এপ্রিল ২০১৮ | আপডেট: ১০:৪২, ২৮ এপ্রিল ২০১৮

লন্ডনে বাংলাদেশ দূতাবাসে হামলার ঘটনায় উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সরকার। গত ৭ ফেব্রুয়ারি লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ওই হামলার ঘটনা ঘটে। বিএনপি চেয়ারপারসান বেগম খালেদা জিয়ার মামলার রায়ের মাত্র একদিন আগে এ হামলা চালানো হয়। বিএনপির নেতা–কর্মীরা ওই হামলা চালান বলে অভিযোগ রয়েছে।

কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে, বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, নিউইয়র্কে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেনকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। তবে কমিটিতে অন্য কারা রয়েছেন, সে বিষয়ে জানা যায়নি। এদিক গতকাল লন্ডনে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার খন্দকার এম তালহাকেও প্রত্যাহার করা হয়েছে।

ওই হামলার সময় লন্ডনে ভারপ্রাপ্ত হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন খন্দকার এম তালহা। তাঁকে প্রত্যাহার করা হয়েছে। আগামী ৭ মের আগে তাঁকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দিতে বলা হয়েছে। আরেকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে ইউএনবির প্রতিবেদনে বলা হয়েছে, তালহাকে প্রত্যাহার করার কোনো কারণ সরকারের পক্ষ থেকে জানানো হয়নি। তালহা প্রায় তিন বছর আট মাস ধরে লন্ডনে রয়েছেন। ৩ মে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

হামলার পর লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এক বিবৃতিতে জানায়, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা স্মারকলিপি জমা দেওয়ার জন্য হাইকমিশনে প্রবেশ করেন। ওই সময় এ হামলার ঘটনা ঘটে।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি