ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

বাংলাদেশসহ বিশ্বের বেশ ক’টি দেশের বিশাল অংশ সমুদ্রে বিলীনের আশংকা

প্রকাশিত : ১০:৪৪, ৫ জুন ২০১৬ | আপডেট: ১০:৪৪, ৫ জুন ২০১৬

দিন দিন যেহারে উষ্ণতা বাড়ছে তাতে অদুর ভবিষ্যতে বাংলাদেশ, ভারত ও মালদ্বীপসহ বিশ্বের বেশ ক’টি দেশের বিশাল অংশ সমুদ্রে বিলীনের আশংকা করছেন পরিবেশবিদরা। সমুদ্র-পৃষ্ঠের পানির উচ্চতা বাড়ার বিষয়ে এখনি পর্যাপ্ত প্রস্তুতি না নিলে তা বাংলাদেশের জন্য ভয়াবহ হয়ে ওঠতে পারে বলেও জানান তারা। এমন প্রেক্ষাপটে আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে পরিবেশ দিবস। ধনী দেশের পাশাপাশি উন্নয়নশীল দেশেও বাড়ছে কার্বনডাই অক্সাইডের মাত্রা। আর এতে বেড়েছে উষ্ণতা। হিমালয়সহ বিশ্বজুড়ে বরফ গলে বাড়ছে সমূদ্রের পানির উচ্চতা। এসবের প্রভাব পড়েছে বাংলাদেশেও। উষ্ণতার কারনে খরা, হঠাৎ বন্যা, ঘূর্ণিঝড়, বজ্রপাতসহ নানা প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ছে বাংলাদেশ। এ অবস্থা চলতে থাকলে আরো বড় ধরনের ক্ষয় ক্ষতির আশংকা বিশেষজ্ঞদের। জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী রাষ্ট্রগুলোর কাছে ক্ষতিপুরণ চাওয়ার পরামর্শ দিয়েছেন তারা।   পাশাপাশি পরিবেশের ক্ষতি হয় এমন কাজ থেকে বিরত থাকারও পরামর্শ তাদের।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি