ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪

বাবুল আক্তারের স্ত্রীর হত্যার ঘটনায় পুলিশের থানায় মামলা

প্রকাশিত : ০৯:২৮, ৬ জুন ২০১৬ | আপডেট: ০৯:২৮, ৬ জুন ২০১৬

চট্টগ্রামে এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুন মিতুকে হত্যার ঘটনায় নগরীর পাঁচলাইশ থানায় মামলা করেছে পুলিশ। জব্দ করা হয়েছে হত্যায় ব্যবহৃত মোটরসাইকেল। অজ্ঞাতনামা তিনজনকে আসামী করে রাতে এই মামলা দায়ের করা হয়। পাঁচলাইশ থানার সাব ইন্সপেক্টর ত্রিরঞ্জন বড়–য়া বাদী হয়ে এই মামলা দায়ের করেন।  পুলিশ এখনো পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কাউকে গ্রেফতার করতে পারেনি। তবে হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এদিকে হত্যাকান্ড তদন্তে ঘটনাস্থলের আশপাশ এলাকা থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে রোববার ভোরে নগরীর জিইসি মোড় ও নিজাম রোডে’র বাসার কাছেই দুর্বৃত্তরা কুপিয়ে এবং গুলি করে  এসপি বাবুল আকতারের স্ত্রী মাহমুদ‍া খাতুন মিতুকে হত্যা করে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি