ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

ফরমালিন ঠেকাতে দেশের ২৭টি বাজারে মেশিন

প্রকাশিত : ১০:১৬, ৬ জুন ২০১৬ | আপডেট: ১০:১৬, ৬ জুন ২০১৬

পণ্যে ফরমালিন ঠেকাতে দেশের ২৭টি বাজারে মেশিন বসিয়েছিল ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন- এফবিসিসিআই। তবে, রাজধানীর ১৭টি বাজারের সামনে বসানো ফরমালিন চেকিং বুথগুলো এখন অকেজো হয়ে আছে। এফবিসিসিআই বলছে, মেশিনে ক্রুটি থাকার অভিযোগে হাইকোর্টের নির্দেশে এর কার্যক্রম বন্ধ রয়েছে। পাশাপাশি আদালত বিএসটিআইসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে উন্নত প্রযুক্তির মেশিন সরবরাহের নির্দেশ দিলেও, তা কার্যকর হয়নি। ফরমালিন এক নীরব ঘাতকের নাম। অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন খাদ্যপণ্যে ফরমালিন মেশানোর কারণে তা প্রবেশ করে মানবদেহে। ধীরে ধীরে এটি অকেজো করে দেয় কিডনী-লিভারসহ মানবদেহের বিভিন্ন অঙ্গ-প্রতঙ্গ। প্রাণঘাতি এই রাসায়নিক থেকে রক্ষা পেতে এফবিসিসিআই অনেকটা ঢাক-ঢোল পিটিয়ে ২০১২ সালের সেপ্টেম্বরে ২৭টি বাজারে বসিয়েছিলো ফরমালিন চেকিং বুথ। তবে, তার একটিরও এখন কার্যক্রম নেই। এফবিসিসিআই’র ওই পদক্ষেপে ক্রেতারা সন্তোষ জানালেও, হঠাৎ থেমে যাওয়ায় হতাশ তারা। এফবিসিসিআই’র সাবেক এই সহ-সভাপতি জানালেন, চেকিং মেশিনে মানযাচাই নিয়ে ব্যবসায়ীদের অভিযোগ থাকায় হাইকোর্ট এর কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেয়। পাশাপাশি বিএসটিআইসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে উন্নতমানের মেশিন সরবরাহের আদেশ দেয় আদালত। কিন্তু সেটিও এখন ঝুলে আছে। এফবিসিসিআই’র এমন অভিযোগের জবাবে বিএসটিআই’র এই কর্মকর্তা বলেন, বিএসটিআই থেকে ফরমালিন চেকিং মেশিন দেয়ার জন্য হাইকোর্টের কোনো নির্দেশনা নেই। বিএসটিআই তাদের নিয়মিত কর্মকাণ্ডের পাশাপাশি বাড়তি দায়িত্বও পালন করছে বলে জানান এই কর্মকর্তা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি