ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ছবিতে দেখুন অন্ধকারে ছেঁয়ে যাওয়া ঢাকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২০, ৩০ এপ্রিল ২০১৮ | আপডেট: ১২:৪৪, ৩০ এপ্রিল ২০১৮

এ যেনো অন্ধকারের নগরী। পুরো ঢাকা অন্ধকারে ছেঁয়ে গেছে।

দেখে মনে হচ্ছে মধ্য দুপুরে সন্ধ্যার আধাঁর।

বজ্রসহ প্রচণ্ড বাতাস, সেই সঙ্গে মুষল ধরায় নেমেছে বৃষ্টি। নগরীর প্রধান প্রধান সড়কে গাড়ি চলছে হেড লাইট জ্বলিয়ে।

সারা দেশে বজ্রপাতের ঘণঘটা বৃদ্ধির কারণে আরও দু’দিন দেশের অধিকাংশ এলাকায় ভারী বর্ষণ অব্যাহত থাকবে।

ভারী বর্ষণ হয়েছে। আগামী দু’দিনও দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

 

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি