ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ প্রতিস্থাপনে চিকিৎসা বিজ্ঞানীরা আরো এক ধাপ এগিয়ে

প্রকাশিত : ১৪:২২, ৬ জুন ২০১৬ | আপডেট: ১৪:২২, ৬ জুন ২০১৬

মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে গেলেন চিকিৎসা বিজ্ঞানীরা। পশুর শরীরেরই সম্ভব মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ তৈরি। সম্প্রতি শুকরের শরীরে মানুষের অগ্নাশয় তৈরির পথে অনেক দুর এগিয়েছেন মার্কিন বিজ্ঞানীরা। পরীক্ষাটি সফল হলে কিডনি, লিভার বা অন্য কোন অঙ্গ-প্রত্যঙ্গের জন্য এখন থেকে আর ডোনারদের ওপর নির্ভর করতে হবে না। পশুর শরীরে মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ তৈরির চেষ্টা হচ্ছে যুক্তরাষ্ট্রের গবেষণাগারে। সিমেরিক এ্যামব্রায়ো নামে প্রক্রিয়ায় শুকরের ভ্রুণে জিন সম্পাদনায় তৈরি হচ্ছে মানুষের অগ্নাশয়। দুই ধাপে সম্পন্ন হয় পুরো প্রক্রিয়া। প্রথম ধাপে জিন সম্পাদনার মাধ্যমে প্রাপ্ত বয়স্ক শুকরের ভ্রুণ থেকে নির্দিষ্ট ডিএনএ সরিয়ে নিয়ে তার জায়গায় মানুষের স্টিম সেল বসানো হবে। ধীরে ধীরে ওই ভ্রুণটি বিবর্তিত হয়ে মানুষের অগ্নাশয়ে পরিণত হবে। বিজ্ঞানীরা মনে করছেন, অগ্নাশয়টি পরিপূর্ণভাবে রোগীদের শরীরে প্রতিস্থাপন করা সম্ভব হবে। আর পরীক্ষা সফল হলে বিশ্বব্যাপী মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা দূর হওয়ার পাশাপাশি আগামীতে শুকরের মস্তিকেও একই ধরনের পরীক্ষা চালানো যাবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। তবে এই গবেষণা নিয়ে বির্তকও কম হয়নি। পশুর শরীরের ভাইরাস ঢুকে যেতে পারে মানুষের শরীরে- এমন আশংকার কথাও বলা হচ্ছে। এছাড়া মানুষ আর পশুর জিন সম্পাদনায় নৈতিকতার বিতর্কতো আছেই।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি