ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

বিশ্ব মুগুর দিবস পালিত

প্রকাশিত : ২০:১৩, ৬ জুন ২০১৬ | আপডেট: ২০:১৩, ৬ জুন ২০১৬

মুগুর পা সম্পর্কে সচেতনতা তৈরি ও চিকিৎসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে পালিত হলো বিশ্ব মুগুর দিবস। এ উপলক্ষ্যে সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বটতলা চত্বর থেকে র‌্যালি বের করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক সার্জারি বিভাগ ও ওয়াক ফর লাইফের উদ্যোগে আয়োজিত এ র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খানের নেতৃত্বে দেন। পরে সংক্ষিপ সমাবেশে বক্তারা বলেন, প্রতিবছর প্রায় ৫ হাজার শিশু বাকানো পায়ের পাতা নিয়ে জন্মায়। তবে নিয়মিত চিকিৎসায় এ রোগ সেরে যায় বলে জানান তারা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি