ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

শ্রমিকদের অধিকার রক্ষায় মালিকদের সচেষ্ট থাকার আহবান(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৫, ১ মে ২০১৮

শ্রমিকদের অধিকার রক্ষায় মালিকদের সচেষ্ট থাকার আহবান জানিয়েছেন মন্ত্রীরা। রাজধানীতে মে দিবসের বিভিন্ন অনুষ্ঠানে শ্রমিকদের স্বার্থে আইন সংশোধনেরও আশ্বাস দেন তারা।

রাজধানীর মতিঝিলে পরিবহন শ্রমিক ফেডারেশনের মে দিবসের সমাবেশে মিছিল নিয়ে যোগ দেয় বিভিন্ন এলাকার পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।

সমাবেশে অংশ নেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। বক্তৃতায় তিনি বলেন, পরিবহন খাত অন্য সেক্টরের মতই সেবা খাত। চালকদের বেখেয়ালে যাতে প্রাণ না যায় সেদিকে নজর রাখার পরামর্শ দেন তিনি। শ্রমিকদের অধিকার রক্ষায় মালিক পক্ষের প্রতি আহ্বানও জানান মন্ত্রী।

ইমারত শ্রমিকদের অনুষ্ঠানে যোগ দেন সমাজকল্যানমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, আট কর্মঘন্টার কথা বলা হলেও তা বাস্তবে বেশিরভাগ ক্ষেত্রেই তা মানছে না মালিকরা।

পরে মে দিবসের বিভিন্ন প্রতিবাদী গান পরিবেশন করেন শিল্পীরা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি