ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ইরানের বিরুদ্ধে ৫৫ হাজার গোপন নথি প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৫, ২ মে ২০১৮ | আপডেট: ১২:৫০, ২ মে ২০১৮

শত্রু রাষ্ট্র ইরানের বিরুদ্ধে মোসাদের সংগ্রহ করা অন্তত ৫৫ হাজার গোপন নথি প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুধু তাই নয়, ওই সময় তিনি ১৮৩টি সিডি (কমপ্যাক্ট ডিস্ক)ও অবমুক্ত করেন। ইরানের সঙ্গে ছয় জাতি গোষ্ঠীর সঙ্গে করা চুক্তি থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বেরিয়ে আসার চেষ্টা করছেন তখনই বেনিয়ামিন নেতানিয়াহু্‌ বিশালাকার এ গোপন নথি প্রকাশ করলো।

যুক্তরাষ্ট্রের সর্বাধিক প্রচারিত দৈনিক নিউইয়র্ক টাইমসে নেতানিয়াহুর ওই বক্তব্য ও ইরানের পরমাণু কর্মসূচি শীর্ষক সম্পাদকীয়তে এমন চিত্র উঠে এসেছে। সম্পাদকীয়তে বলা হয়, নেতানিয়াহু এমন এক সময় তা প্রকাশ করেছে, যখন দেশটিতে সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেই অবস্থান করছেন। গোপন নথিতে নেতানিয়াহু দাবি করেন, তেহরান গোপনে অস্ত্রাগার সমৃদ্ধ করছে।

গত জানুয়ারি মাসে মোসাদের সদস্যরা তেহরানের একটি অস্ত্রাগারের ছবি সংগ্রহ করেন। একইসঙ্গে তারা সংগ্রহ করেন তথ্য-উপাত্তও। এর কয়েকদিন পরই ওই তথ্য-উপাত্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে তুলে দেওয়া হয়। ২০০৩ সালে ইরান যে অস্ত্র নির্মাণাগারটি বন্ধ করে দিয়েছিল, সেটিতেই গোপনে অস্ত্র তৈরির কাজ চালিয়ে যাচ্ছে বলে নেতানিয়াহু নিশ্চিত করেন।

সূত্র: নিউইয়র্ক টাইমস
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি