জাতীয় গ্রীডে যোগ হচ্ছে ২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ (ভিডিও)
প্রকাশিত : ২৩:৫৯, ২ মে ২০১৮ | আপডেট: ০৯:৪১, ৩ মে ২০১৮
আসন্ন রমজান ও গ্রীষ্ম ঘিরে জুনের মধ্যে জাতীয় গ্রীডে যোগ হচ্ছে আরও ২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ। এতে ঘাটতি অনেকটাই কমে যাবে বলে আশা করছে বিদ্যুৎ বিভাগ।
তবে লোডশেডিং কমাতে দ্রুত বিদ্যুৎ সঞ্চালন এবং বিতরণ ব্যবস্থার উন্নয়ন করা দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে শাহরিয়ার ইমনের দুই পর্বের ধারাবাহিকের আজ প্রথম পর্ব।
বিদ্যুৎ বিভাগের হিসাবে বর্তমানে উৎপাদন সক্ষমতা ১৬ হাজার ৫শ মেগাওয়াটের মতো। আর গ্রীষ্মে দৈনিক গড়ে ১২ হাজার মেগাওয়াট চাহিদার বিপরীতে সর্বোচ্চ উৎপাদন ১০ হাজার ১৩৭ মেগাওয়াট।
এর মধ্যে সরকারীভাবে ৫৫ ভাগ চাহিদার সামাল দেয়া হচ্ছে আর বেসরকারী পাওয়ার প্ল্যান্ট থেকে পাওয়া যাচ্ছে ৪০ শতাংশ। আর বাকী ৫ ভাগ চাহিদা মেটানো হচ্ছে আমদানি করে।
শুষ্ক মৌসুম সামনে রেখে দু-মাসের মধ্যে জাতীয় গ্রীডে বাড়তি আরও ২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ যোগ হওয়ার কথা জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
বিদ্যুৎ পরিস্থিতি সহনীয় পর্যায়ে থাকলেও বিদ্যুৎ বিতরণ এবং সঞ্চালন ব্যবস্থার দুর্বলতার কারণেই লোডশেডিং কাটছে না বলে মনে করছেন বিশ্লেষকরা।
তবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলছেন, বিদ্যুৎ সঞ্চালন এবং বিতরণ ব্যবস্থার উন্নয়নে কাজ করছে সরকার।
এক্ষেত্রে বড় অংকের বিনিয়োগ বাড়ানোর সম্ভাব্যতা নিয়ে বিদ্যুৎ বিভাগ কাজ করছে বলেও জানান তিনি।
ভিডিও:
আরও পড়ুন