অতিরিক্ত টেস্ট দিয়ে রোগীদের হয়রানি করবেন না: জাহিদ মালেক
প্রকাশিত : ১৭:৪১, ৩ মে ২০১৮
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমাদের দেশ চিকিৎসা ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধন হয়েছে। যার কারণে আমাদের গড় আয়ু ৬৫ বছর থেকে এখন ৭২ বছরে পড়েছে। তবে এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে ডাক্তারদের একটু মানবিক হতে হবে। রোগীদেরকে ৩টা টেস্টের জায়গায় ৫টা টেস্ট দিয়ে অর্থের অপচয় করানো থেকে বিরত থাকতে হবে।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আজ বৃহস্পতিবার তিন দিনব্যাপী এক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। একাদশ মেডিটেক্স বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্স-পো, চতুর্থ বাংলাদেশ ক্লিনিক্যাল ল্যাব এক্স-পো ও তৃতীয় ইন্টারন্যাশনাল হেলথ ট্যুরিজম অ্যান্ড সার্ভিসেস এক্স-পো শীর্ষক এ মেলার আয়োজক সংস্থা কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড সেমস্ গ্লোবাল।
প্রতিমন্ত্রী বলেন, আমাদের দেশের ঔষধ বিশ্বে অনেক দেশেই রফতানি হয়। কিন্তু আমাদের দেশের সাধারণ নাগরিক আবার ব্যয়বহুল হওয়ার কারণে বেসরকারি পর্যায়ে চিকিৎসা নিতে পারে না। প্রতিবেশী অনেক দেশের তুলনায় আমাদের দেশে ঔষধ ও চিকিৎসা সেবামূল্য বেশি। বেসরকারি খাতে অনেক প্রতিষ্ঠান আছে, যারা সেবার দিকটা একেবারে ভুলে গিয়ে ব্যবসাকে বড় করে দেখে। ফলে সাধারণ দরিদ্ররা অর্থের অভাবে বেসরকারি চিকিৎসা নিতে ভয় পায়। তাই আমাদের অহেতুক টেস্ট নেওয়া বন্ধ করতে হবে। ঔষদের মূল্যও সাধারণের নাগালের মধ্যে আনতে হবে। চিকিৎসা খাত সংশ্লিষ্টদের আরো বেশি মানবিক হতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সেলিনা বেগম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সভাপতি ড. মোস্তফা জালাল মহিউদ্দিন, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) পরিচালক প্রীতি চক্রবর্তী, সেমস্ গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, এবারের মেলা চলবে আগামী ৫ মে পর্যন্ত। স্বাস্থ্য খাতের সর্ববৃহৎ এই প্রদর্শনীতে মেডিকেল সার্জিক্যাল, হেলথ কেয়ার, ক্লিনিক্যাল ল্যাব ইকুইপমেন্ট ও ফার্মাসিউটিক্যাল ইকুইপমেন্টের বিশাল সমাহার সাজানো হয়েছে। এ ছাড়া হেলথ ট্যুরিজম ও সার্ভিস উপকরণের জন্য চলছে বিশেষ আয়োজন। প্রদর্শনীতে ১৭০টি স্টলে অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, বাংলাদেশ, চীন, ডেনমার্ক, ফিনল্যান্ড, জার্মানি, হাঙ্গেরি, ইতালি কোরিয়া, কানাডা, তাইওয়ান, ইন্ডিয়া, যুক্তরাজ্য, তুরঙ্ক, আমেরিকাসহ ১৮টি দেশের ১২০টি কোম্পানি অংশ নিয়েছে।
প্রদর্শনীর পাশাপাশি থাকছে বিভিন্ন সেশনের আয়োজন। প্রদর্শনীগুলো প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
আরকে// এআর
আরও পড়ুন