জি-৭ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
প্রকাশিত : ০৮:১৪, ৪ মে ২০১৮ | আপডেট: ০৯:৩৫, ৪ মে ২০১৮
কানাডার কুইবেকে অনুষ্ঠিত হতে যাওয়া পৃথিবীর সবচেয়ে উন্নত সাত দেশের সংগঠন জি-৭ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ৮ ও ৯ জুন এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে। এর আগে ২০১৬ সালে সংগঠনটির জাপান শীর্ষ সম্মেলনে আমন্ত্রিত হয়ে অংশ নিয়েছিলেন তিনি।
এ বিষয়ে একজন কর্মকর্তা জানান, এটি একটি সম্মানের বিষয় যে দুই বছরের ব্যবধানে জি-৭ শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে।
আগামী ৯ জুন অনুষ্ঠিত হতে যাওয়া জি-৭ আউটরীচ প্রোগ্রামে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
ওই কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রী ওই অনুষ্ঠানে যাবেন কিনা সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
জি-৭ এর সদস্য দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, ইটালি, জাপান ও জার্মানি।
এসএইচ/
আরও পড়ুন