দেশে গণতন্ত্র না থাকলে আইনের শাসন থাকে না : ড. কামাল
প্রকাশিত : ১৫:৫০, ৪ মে ২০১৮ | আপডেট: ১৫:৫০, ৪ মে ২০১৮
দেশে গণমন্ত্র না থাকলে আইনের শাসন থাকে না বলে মন্তব্য করছেন বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন।একইসঙ্গে দেশে গণন্ত্রণ ফিরিয়ে আনতে দলমত নির্বিশেষে একটা সুষ্ঠু নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ শুক্রবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যখন একটি দেশে গণতন্ত্র ও জবাবদিহিতা থাকে না, তখন আইনের শাসনও থাকবে না। জবাদিহিতা যদি না থাকে, পাইকারিভাবে চুরিচামারি হয়, তাহলে জনগণের পক্ষে আমাদের প্রহরির ভূমিকা পালন করতে হবে।
ড. কামাল হোসেন বলেন, আসুন আমরা গণতন্ত্র পাহারা দেই। বাইরের জগৎ থেকে সুষ্ঠু নির্বাচনের কথা বলছে।তিনি বলেন, আইনজীবীরা অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি। তাতে আমরা সফল হয়েছি।
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদিনের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না প্রমুখ।
টিআর/ এমজে
আরও পড়ুন