ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

পাকিস্তান দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন

প্রকাশিত : ১৫:৫০, ৮ জুন ২০১৬ | আপডেট: ১৫:৫০, ৮ জুন ২০১৬

সম্প্রতি ঘটে যাওয়া হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজধানীর গুলশানে পাকিস্তান দূতাবাস ঘেরাও কর্মসূচি পালন করেছে বেশ কয়েকটি সংগঠন। বুধবার সকালে মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, শ্রমিক লীগ, ছাত্রলীগসহ  বেশ কয়েকটি সংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। এ সময় গুলশান দুই নম্বর থেকে পাকিস্তান দূতাবাস পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। কর্মসূচিকে ঘিরে সকাল থেকে বিপুলসংখ্যক মানুষ গুলশান দুই নম্বর চত্বরে সমবেত হন। একপর্যায়ে চত্বর থেকে পাকিস্তান দূতাবাস অভিমুখী সড়কের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়।  এ সময় তারা গুলশান দুই নম্বরে বসতি টাওয়ারের সামনে অবস্থান নেন ও সংক্ষিপ্ত সমােেবশ করেন। এ সময় তারা বলেন, সম্প্রতি যেসব হত্যাকাণ্ড ঘটছে, সেই হত্যাকাণ্ডে পাকিস্তানের আইএসআই ও ইসরায়েলের মোসাদ ষড়যন্ত্র করছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি