টিসিবির পণ্য বিক্রি ব্যবস্থায় চাহিদা অনুযায়ী সরবরাহ না পেয়ে ক্ষুব্ধ ক্রেতারা
প্রকাশিত : ১০:০২, ৯ জুন ২০১৬ | আপডেট: ১০:০২, ৯ জুন ২০১৬
পাবনায় নিত্যপ্রয়োজনীয় পণ্য সুলভ মুল্যে পাওয়ায় টিসিবির পণ্য বিক্রি ব্যবস্থাকে স্বাগত জানালেও চাহিদা অনুযায়ী সরবরাহ না পেয়ে ক্ষুব্ধ ক্রেতারা। কেউ কেউ পণ্যের মান নিয়েও প্রশ্ন তুলেছেন।
২৯ মে থেকে পাবনায় শুরু হয়েছে ভ্রাম্যমান ট্রাকে খোলা বাজারে স্বল্প মুল্যে টিসিবি’র পণ্য বিক্রি। এখানে প্রতি কেজি চিনি ৪৮ টাকা, সয়াবিন তেল ৮০, মশুর ডাল ৯০ ও ছোলা ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একজন ক্রেতা একসাথে ২কেজি ডাল, ৪ কেজি চিনি, ৫কেজি ছোলা ও ৫লিটার তেল কিনতে পারবেন। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানালেও চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সরবরাহ না থাকায় ক্ষুব্ধ ক্রেতারা।
ক্রেতাদের কেউ কেউ অভিযোগ করেছেন, টিসিবির পণ্য খুচরা ব্যবসায়ীদের বেশি দামে বিক্রি করছে। অনেকে টিসিবি’র পণ্যের মান নিয়েও তুলছেন প্রশ্ন।
কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ পাবনার সভাপতির অভিযোগ, তদারকির অভাবে টিসিবির পণ্যের সুফল পাচ্ছেন না সাধারণ মানুষ। আর অতিরিক্ত জেলা প্রশাসক মনে করেন, টিসিবি’র পণ্য বিক্রির ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন।
রমজানে টিসিবির পণ্য বিক্রি বাড়িয়ে দেয়ার পাশাপাশি বাজার মনিটরিংয়ের দাবি সাধারণ মানুষের।
আরও পড়ুন